হাতীবান্ধা প্রতিনিধি মোঃ এনামুল করিম:
দীর্ঘ সারে চার বছর পর দেশে তাফসির করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুসাফির ড, মিজানুর রহমান আযহারী লালমনিরহাটে ড, মিজানুর রহমান আযহারী আসছেন। আগামী ১৮-০১-২০২৫ইং
রোজ -শনিবার
সকাল:১০:০০মিনিট। উনার আসা উপলক্ষে
আজ ১৪-১২-২০২৪ইং লালমনিরহাট নর্থ কিং এ কমিটি গঠন ও মিটিং অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন যারা~
১, মোঃ খালিদ সাইফুল্লাহ বকসী।
২, মোঃ রায়হানুল ইসলাম রাজীব।
৩,মোঃ আব্দুল হাকিম।
৪,মোঃ আবু তালেব মিলু।
৫,মোঃ গোলাম মোহাম্মদ তমাল।
৬,মোঃ রশিদুন নবী মোস্তফা।
৭,মোঃ জহিরুল ইসলাম।
৮,মোঃ আশিকুর রহমান সোহাগ।
৯,মোঃ হাবিবুর রহমান হাবিব।
১০,মোঃ আব্দুল বাতেন।
১১,মোঃ রফিকুল ইসলাম।
১২,মোঃ ফিরোজ হায়দার লাভলু।
১৩,মোঃ আজম আজহার।
১৪,ডাঃ মোঃ এনামুল করিম।
১৫,মোঃ মনোয়ারুল ইসলাম।
১৬,মোঃ বাকি বিল্লাহ।
১৭,মোঃ শামীম।
১৮,মোঃ হারুন অর রশিদ।
১৯,মোঃ আরিফুল ইসলাম আরিফ।
২০,মোঃ নুর আলম আজাদী।
২১,মোঃ আব্দুল আজিজ।
২২,মোঃ আতিকুর রহমান স্বপন।
২৩,মোঃ আশরাফুল আলম বাবু।
২৪,মোঃ হাবিবুর রহমান।
২৫,মোঃ সৈয়দ আব্দুল আজিজ।
২৬,মুহাম্মদ আখতার হোসেন।
২৭,মোঃ হিরোনুর রহমান হিরন।
২৮,মোঃ ইয়ার আলী।
২৯,মোঃ রশিদুল ইসলাম।
৩০,মোঃ নিয়াজ আহম্মেদ রেজা।
৩১মোঃ এরশাদুল ইসলাম। আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
বিভিন্ন জেলা ও উপজেলায় কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। রংপুর বিভাগের সকল মুসলিম ভাই বোনদের সার্বিক সহযোগিতা ও উপস্থিত থাকার অনুরোধ করছেন।