সিলেট নিউজ ডেস্ক :
বাচ্চা একটা মেয়ে। মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে। রমজানের ছুটিতে মায়ের কাছে বায়না করে বলে, বোনের শশুর বাড়িতে বেড়াতে যাবে। মা বাধ্য হয়ে ছোট মেয়েকে বড় মেয়ের শশুর বাড়িতে রেখে আসেন।
সেখানেই বোনের শশুর দ্বারা ধর্ষণের স্বীকার হয় এই বাচ্চা মেয়েটা!
ক্যান ইউ ইমাজিন… বোনের শশুর। মানে তালুই। এই তালুই তো বাবার মতোই তাই না? যেখানে তার এই বাচ্চা মেয়েটাকে স্নেহ করা উচিত ছিল, আদর করে চকলেট কিনে দেওয়া উচিত ছিল, সন্ধ্যায় কাছে বসিয়ে ভূতের গল্প শোনানো উচিত ছিল, সেখানে তিনি রাক্ষসের ভূমিকায় অবতরণ করে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করলেন।
একটা ভিডিওতে হাসপাতালের ইমারজেন্সি বেডে এই বাচ্চা মেয়েটাকে যেভাবে কাতরাতে দেখেছি আমার চোখ ভিজে গেছে!
ডেয়ার তৌহিদী জনতা, দয়া করে ওড়না আর স্তন থেকে বের হয়ে মাগুরার এই ঘটনায় ফোকাস করেন। আজকে আইনের বাইরে গিয়ে যেভাবে আপনারা অর্ণবকে ছাড়িয়ে আনলেন, একইভাবে আইনের বাইরে গিয়ে এই ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান। আমি সহ সারাদেশের মানুষ দেখতে চাই আপনাদের পাওয়ার প্লিজ। এই ধর্ষণের শাস্তি জনসম্মুখে হওয়া দরকার।অনলাইন সংগ্রহ,,,,,,