রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহমিনা আক্তার নওশীন ডাক্তার হয়ে মানবসেবা করতে চায়।

Coder Boss / ৬১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

চুনারুঘাট প্রতিনিধিঃ-এবার এস এসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে চুনারুঘাট পৌরসভার বাগবাড়ী গ্রামের,নাসির আহমদ সাজু উনার সবার ছোট বোন তাহমিনা আক্তার নওশীন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে,

তাহমিনা আক্তার নওশীন দক্ষিনা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাএী তার পিতা মোঃ আঃ হান্নান (ব্যবসায়ী) মাতা আলেয়া বেগম (গৃহিণী) তার ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকা, মা বাবা ও ভাই বোনের কাছে কৃতজ্ঞ। তাহমিনা নওশীন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।এটা তার ছোট বেলার ইচ্ছা। সে সকালের কাছে  দোয়া প্রার্থী।
তাহমিনা নওশীন”র বাবা আঃ হান্নান ও তাদের পরিবার এ অর্জনে আনন্দিত,তিনি বলেন আমার তিন ছেলে ও দুই মেয়ে, নওশীন সবার ছোট, সে ছোট বেলা থাকেই পড়া লেখাতে খুবই আগ্রহী এবং তার প্রচন্ড আগ্রহ,সে ডাক্তার হবে। তার আগ্রহে বাবা হিসাবে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ সবার প্রতি আমি কৃতজ্ঞ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার আশা পূরণ করে এবং মাতা আলেয়া বেগম বলেন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী —রবিবার(৩১মে)গণমাধ্যমের বার্তা নাসির আহমদ বলেন, বিজ্ঞান শাখা থেকে পরীক্ষায় রেজাল্ট জিপিএ-৫ পেয়েছে।আমার ছোট বোন এসব তার নিজের প্রচেষ্টায় অর্জন।
তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ১নংওয়ার্ড বাগবাড়ী গ্রাম।২০২০ সালে এস.এস.সি পরীক্ষার ফলাফলে ৮ম অবস্থানে জালালবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল

নওশীন,নামমাত্র চিকিৎসক নয়, সত্যিকারের মানবসেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন নিয়ে সে ভবিষ্যতে গড়ার লক্ষ্যে দেখছে,পরবর্তী সকল পরীক্ষায় ভাল ফলাফল ও ডাক্তার হওয়ার স্বপ্ন-পূরণে, গ্রামেই আমার ছোট বোন সেখানে লেখা পড়া করে নিজ উদ্যোগে ওর অক্লান্ত পরিশ্রম ও মনোযোগ দিয়ে পড়াশোনা করায় সফলভাবে উর্ওীণ হয়েছে।সবাই আমার বোনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন।তার এই সাফল্য যেন সামনের দিকে নিয়ে যেথে পারে। এবং স্কুলের সকল শিক্ষকদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বলে
বৃক্ত করেন নাসির ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন