শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় সকল মার্কেট বন্ধ ঘোষনা।।

Coder Boss / ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

 

জাকির হোসেন, বানারীপাড়া।।

বানারীপাড়া উপজেলা সহ বরিশাল জেলার সকল উপজেলা ও মহানগর পর্যায়ে দোকানপাট, শপিংমল বন্ধ রাখার আদেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ৬ টা থেকে আদেশ কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন বরিশালের জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এস এম অজিয়র রহমান।স্বাস্থ্যবিধি না মানা, প্রতিনিয়ত করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ার পর ও মানুষ লগডাউন না মেনে বাজারমুখি হওয়ায় করোনা বিস্তারে সর্বোচ্চ ঝুকি পরিলক্ষিত হয়েছে। সোমবার (১৮ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জেলা প্রশাসক বলেন, দোকানপাট, শপিংমল বন্ধ করা হলেও চিকৎসা সংশ্লিষ্ট জরুরী সেবা সার্বক্ষনিক খোলা থাকবে।নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজর ও অন্যান্য পরিসেবাসমুহ পূর্বে জারীকৃত নির্দেশনা অনুযায়ী বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।এছাড়া জরুরী কারণ ব্যতিত রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ যন্ত্রচালিত সকল প্রকার যাত্রী পরিবহনের কাজে নিয়জিতো যানবাহন চলাচল বিকেল ৪ টার পর সম্পূর্ণরুপে বন্ধ থাকবে।উল্লেখ্য, পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন চলাচল এ আদেশের আওতামুক্ত থাকবে। গনবিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে এ নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে, অন্যথায় আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এরআগে রোববার (১৭ মে) জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দর উপস্থিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি রমজান ও ঈদ উপলক্ষে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিংমল সহ বিভিন্ন দোকানপাটসমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সভায় জানানো হয়, বরিশাল সহ সকল উপজেলার প্রতিষ্ঠানসমূহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হওয়ার কথা ছিলো, কিন্তু গত কয়েকদিনের যাচাইকল্পে বাজারের অবস্থা বিবেচনা করে বলা যায় বরিশালের জেলার সকল উপজেলার বিভিন্ন দোকান, শপিংমল স্বাস্থ্যবিধি মেনে চলছেন না পাশাপাশি ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং তাদের অসচেতনতা করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিতে রয়েছে বানারীপাড়াবাসী। আবার এ সময়ের মধ্যে জেলায় করোনা ভাইরাসের সংক্রমনের হারও বৃদ্ধি পেয়েছে। ফলে ওই সভায় কমিটির সকল সদস্যদের সম্মিলিত মতামতে বিভিন্ন দোকান-পাট/শপিংমল গুলো তে ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করায় করণা ঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রশাসন শপিংমল, দোকানপাট পুনরায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। যা আজ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করলো প্রশাসন। প্রসংগত পূর্বের লগডাউনে বানারীপাড়া উপজেলা ঢলেঢালা ভাবে লগডাউন পালিত হয়েছে। তাই জনসাধারনের এবারে ও ধারনা যদি এবার মাছ ও কাঁচা বাজার নিয়ন্ত্রন করা সম্ভব না হয় তাহলে এই গনবিজ্ঞপ্তি তেমনটা কাজে আসবে না।বানারীপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় সকল মার্কেট বন্ধ ঘোষনা।।

মোঃ জাকির হোসেন

বানারীপাড়া প্রতিনিধি

তাং১৭/৫/২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

বিভাগের খবর দেখুন