আব্দুল্লাহ আল মাছুম,বড়লেখা
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন ১০ নং দক্ষিণভাগ (দ:) ইউনিয়নের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন ‘আল ইক্বরা ইসলামিক সোসাইটি দোহালিয়া’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্হানীয় দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সোসাইটির সভাপতি এম খালেদ মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর এবং মামুনুর রশীদ জাবের এর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব আব্দুর রব সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব আজিজুল ইসলাম সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণভাগ ইসলামী সমাজকল্যাণ পরিষদ এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন বড়লেখা শাখার সভাপতি মাস্টার বদরুল ইসলাম। দক্ষিণভাগ ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফিজ খলীলুর রহমান শাহীন, বর্ণি জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ আব্দুল্লাহ আল মাছুম, হাজী আপ্তাব আলী কলেজের প্রভাষক সারওয়ার কামাল সিদ্দিকী, সেজুল ইসলাম, সাইদুল ইসলাম, মিজানুর রহমান, হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সোসাইটির সদস্যবৃন্দ।