বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে মাদক সম্রাট মনি নিহত !! এলাকায় স্বস্তি

Coder Boss / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০

 

যশোর জেলা প্রতিনিধি

যশোররের কেশবপুর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে মাদক সম্রাট মনিরুজ্জামান (মনির) গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে ৷ মনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভেতর স্বস্তি ফিরে এসেছে ৷ এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে ৷

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুরের সদর ৬নং ইউনিয়নের দোরমুটিয়া গ্রামে কেশবপুর ব্রিকসের পাশে ভোর রাতে মাদক ব্যবসায়ীদের গুলাগুলির শব্দ শুনে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবিদ্ধ অবস্থায় মুনিরুজ্জামানকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের উভয় পক্ষের গোলাগুলিতে মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ৷ নিহত ব্যক্তি দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন গাজীর ছেলে ৷ নিহত ব্যক্তি এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত ৷ সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার বিরুদ্ধে কেশবপুর থানায় ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে ৷ গোলাগুলির ঘটনা স্থল থেকে একটি শাটারগান দুই রাউন্ড গুলি ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷

এ ব্যাপারে ৬ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা বলেন, মনিরুজ্জামান (মনি) এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিতর স্বস্তি ফিরে এসেছে ৷

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুজ্জামান (মনি)কে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ৷ ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ৷ নিহত ব্যক্তি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ৷ নিহত মনির বিরুদ্ধে কেশবপুর থানায় ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে ৷ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন