এম. এম আতিকুর রহমান
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগ আজ ৪ আগষ্ট পড়ন্ত বিকেলে ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও ফ্রী মাস্ক বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি কামরুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম. এম আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা ছাত্র মজলিসের বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দিন, সিলেট শাহজালাল জোনের সভাপতি আনিসুর ইসলাম, বড়লেখা পৌর বায়তুলমাল সম্পাদক আশরাফ আহমদ, তালিমপুর ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
ঐতিহ্যবাহী সমনভাগ চা বাগানের মনোরম দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন ডেলিগেট ও অতিথিবৃন্দ। এসময় অনগ্রসর পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ছাত্র মজলিসের পক্ষ থেকে ফ্রী মাস্ক বিতরন করা হয়েছে।