শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনাকে পুজি করে সি এন জি অটোরিক্সা চালকদের লাগামহীন কান্ড

Coder Boss / ৬২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাসকে পুজি করে বিশ্বনাথ উপজেলার প্রত্যেকটি জায়গায় চলছে সিএনজি অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া। তাদের নির্যা তনে অতিষ্ঠ হয়ে খেটে খাওয়া মানুষ চরম

ভােগান্তি পোহাতে হচ্ছে। বিশ্বনাথ এলাকার প্রত্যেকটি বাজার স্টেন্ড সরজমিনে পরিদর্শন করে জানা যায়, বিশ্বনাথে চানপুর থেকে বিশ্বনাথ করোনার আসার আগেই ভাড়া ছিল জনপ্রতি ৩০টাকা আর আজ চারমাস অবদি করোনাকে পুজি করে তারা জনপ্রতি নিচ্ছে ৪০টাকা, পথিমধ‌্যে স্থানীয় দশপাইকাবাজার সাইনবোর্ডের পাশে নিত ১০টাকা বর্তমানে এখানে সি এনজি ড্রাইভাররা জন প্রতি নিচ্ছেন ২০টাকা তাদের সাথে ভাড়া নিয়ে কথাকাটি কাটি করলেই তারা বলে করোনার জন্য ভাড়া এখন বেশি, নিচ্ছি।হাবড়াবাজার থেকে বিশ্বনাথ নতুনবাজার স্টেন্ডে করোনার আগে ভাড়া ছিল ২০টাকা বর্তমানে ড্রাইভাররা করোনাকে পুজি করে নেয় ৩০টাকা, অটোরিকশা নেয় চল্লিশ টাকার উপরে যার কাছে যত পারাযায় তাই আদায় করছে তারা।

সিংগেরকাছবাজার থেকে করোনার মহামারী আগেই ভাড়া ছিল ৩৫টাকা বর্তমানে করোনাকে পুজি করে নেয় ৬০টাকা অথচ আজ দীর্ঘ ৫মাস অতিবাহিত হয়ে যাচ্ছে তবুও তারা তাদের ভাড়াকে পুর্বের ভাড়ার সাথে না মিলেয়ে তারা তাদের নিজেদের মত মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেই যাচ্ছেন।অনেক যাত্রীদের অভিযোগ তাদেরকে যেন আর ভাড়া নিয়ে হয়রানি হতে না হয় সবাইকে যেন পুর্বের ভাড়া সমান করে দেয়া হয়, বিশ্বনাথ থেকে সিংগেরকাছ, চানপুর থেকে বিশ্বনাথ, হাবড়াবাজার থেকে বিশ্বনাথ এই প্রত্যেকটি রোডের ভাড়া পূর্বের মতো ফিরেয়ে নেয়া হয়, তারা উপজেলা ইউএনও, ও প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন