মোঃইকবাল হোসেন মাহদী
স্টাফ রিপোর্টার কুলাউড়া।
আজ (৩১/৮/২০২০)সোমবার হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহযোগী প্রতিষ্ঠান “লতিফিয়া হিফজুল কোরআন সেন্টার” এর ৯ জন ছাত্র কে হিফজে সবক প্রদান করছেন অত্র মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
এতে উপস্হিত ছিলেন লতিফিয়া হিফজুল কোরআন সেন্টার এর সম্মানিত পরিচালক মাওলানা জইন উদ্দীন, প্রধান শিক্ষক হাফিজ বায়জিদ আলম, সহকারী শিক্ষক হাফিজ ফারুক আহমদ ,লতিফিয়া ছাত্র সংসদের ভিপি ছাত্রনেতা মারুফ আহমদ এবং হিফজ শাখার শিক্ষার্থীবৃন্দ। আল্লাহ তায়ালা তাদেরকে পবিত্র কালামে পাকের খাদিম হিসেবে কবুল করুন,আমিন।
Leave a Reply