এম. এম আতিকুর রহমান ঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুর রাজা দুলু আজ ১১ নভেম্বর সকাল সাড়ে ৭ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
বড়লেখার কাঠালতলী নিবাসী দেশের এক শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক সাইফুর রাজা দুলু সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ আসর কাঠালতলী বাজারস্থ ঈদগাহ ময়দানে তাঁর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
তাঁর ইন্তেকালে পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন চেয়ারম্যান এনাম উদ্দিন, বড়লেখা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিশনার জেহিন সিদ্দিকী, সদস্য সচিব ও সাপ্তাহিক বড়লেখার প্রতিষ্ঠাতা সম্পাদক, দৈনিক বড়লেখা সম্পাদক এম. এম আতিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা শোক প্রকাশ করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
Leave a Reply