এম. এম আতিকুর রহমান ঃ
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৫ নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাট্রিক বিজয় লাভ করছেন আব্দুল হাফিজ ললন। তিনি পাঞ্জাবি প্রতীকে ভোট পেয়েছেন ৩৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রুমেল আহমদ উটপাখি প্রতীকে পেয়েছেন ৩২৪ ভোট। বিজয়ী কাউন্সিলর ললন বড়লেখা উপজেলা যুবদলের সভাপতি ও ছাত্রদলের প্রাক্তন সভাপতি।
৩০ ডিসেম্বরের বড়লেখা পৌরসভার নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির আনোয়ারুল ইসলামও মেয়র প্রার্থী ছিলেন।
আব্দুল হাফিজ ললন এক প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইংরেজি নববর্ষের সকলের সকলের সুখ শান্তি ও কল্যাণকর জীবনমান কামনা করেন।