ছাতক প্রতিনিধিঃ
দৈনিক সুনাম কন্ঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে শুক্রবার বিকেল ৪ টায় ছাতক প্রেসক্লাব সভাপতি অালহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও দৈনিক সুনাম কন্ঠের ছাতক প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় ও জামরুল ইসলাম রেজার কোরঅান তেলাওয়াতের মাধ্যমে অালোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক অালোকিত সিলেটের স্টাফ রিপোর্টার তানভীর অাহমদ জাকির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি অাখতারুজ্জামান, দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি ও ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করীম রেজা, ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, ছাতক থানার ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, দৈনিক একাত্তরের পত্রিকার ছাতক প্রতিনিধি সাকির অামীন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা হুমায়ূন কবির রুবেল, মাহমুদ অালম, অনলাইন গণমাধ্যম ক্রাইম সিলেটের ছাতক প্রতিনিধি হাসান অাহমদ, ইমরান হোসেন শুভ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, দৈনিক সুনাম কন্ঠ পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশণ করে থাকে, সুনামগঞ্জ জেলার নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রচার করার মাধ্যমে জেলা বাসীর কাছে একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে অবস্থান তৈরি করেছে, দৈনিক সুনাম কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকার সাথে সম্পৃক্ত সকলের প্রতি নিরন্তর ভালবাসা ও শুভ কামনা জ্ঞাপন করেন এবং সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশণ করার অাহবান জানান।
Leave a Reply