জুুুড়ি প্রতিনিধি:
সুধী,সম্মানিত ক্রীড়ামোদি,আসসালামু আলাইকুম/আদাব,আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, রয়েল চেলেঞ্জার্স টালিয়াউরা কর্তৃক অায়োজন হতে যাচ্ছে সালেহ উদ্দিন আহমদ টিভি এন্ড মোবাইল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২১।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারি দল বা ক্লাব সমুহকে আগামী ২২ জানুয়ারি ২০২১ ইং তারিখের মধ্যে ৫০০ (পাচঁশত টাকা) এন্ট্রি ফি জমা দিয়ে দল অন্তর্ভুক্তির জন্য আহবান করা যাচ্ছে।
১. খেলা ১০ অভারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
২. খেলায় ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন।
৩.এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবেন না।
৪.বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নিয়মে খেলা পরিচালিত হবে।
৫.প্রতি খেলাতে একটি বুম বল এবং একটি অসকা টেপ জমা দিতে হবে।(অফেরতযোগ্য)
যোগাযোগঃ
সুলতান আহমদ
01619708587/01315607318
Leave a Reply