হৃদয়ে মুজিব
কবি মোঃ আশরাফ উদ্দিন
শেখ মুজিবের দেশে
লাল সবুজের বেশে,
এখনো রক্ত ভাসে
একাত্তরের লাশে।
শেখ মুজিব,তুমি শেখ মুজিব,তুমি শেখ মুজিব।।
হাজার বছরের গ্লানি
মুক্ত করেছ তুমি,
দেখিয়েছ মুক্তির চেতনা।
আজো তোমার দিকে
তাকিয়ে আছে,
ষোল কোটি অন্তর, দেখনা।
শেখ মুজিব,তুমি শেখ মুজিব,তুমি শেখ মুজিব।।
হাঁসিতে তোমার জয়ধ্বনি করে
সবুজ সোনালি দৃশ্য,
৭ই মার্চে’ই কাঁপিয়েছ তুমি এ বহিঃবিশ্ব
কারা মজলুম নেতা,
বলবকি আরো যেথা।
তবুও পিছু হঠনি।
শেখ মুজিব,তুমি শেখ মুজিব,তুমি শেখ মুজিব।।
ওরা আজো চায়
তোমার নাম মুছেদিতে,
বাংলার মানচিত্র থেকে।
তুমি ভয় পেওয়না,ভয় পেওয়না,
দেখ এখনো তাকিয়ে আছে
ষোল কোটি অন্তর তোমার দিকে।
নিষ্প্রাণে যদি তোমার’ই চেতনা
লালন করি আমরা,
পারবে নাকো শেখ মুজিবের নাম
মুছেদিতে তোমরা।
শেখ মুজিব, তুমি শেখ মুজিব, তুমি শেখ মুজিব।।