কবিতা ০২
মোঃ আশরাফ উদ্দিন
জৈন্তাপুর, সিলেট
নতুন কিছুর জন্য যারা
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
দেশের জন্য কাজ করার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
ঈমান বাঁচাতে ধর্ম বাঁচাতে
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
মাত্রি জাতির সম্মান বাঁচাতে
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
সেবাগুরুদের তাড়িয়ে দেবার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
জাতি ভেদাভেদ ছেড়ে দেবার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
অর্থনীতির চাকা ঘূরাবার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
পশ্চিমা অপসংস্কৃতি ছেড়েদেবার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
ভারত ভক্তি করবেনা আর
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
ভাসানীর মতে দেশ চালাবার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
মুজিবের কন্ঠ ধরে রাখার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
জিয়ার কর্ম স্বরণ রাখার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
কার্লমার্কসের গনতন্ত্র ভুলে যাবার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
ওসমানিকে সমরে রাখার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
স্বৈরাচারী তাড়িয়ে দেবার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
ফসলের মাঠে কৃষকেরা আজ
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
ডাক্তার’রা আজ সেবার জন্য
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
শিক্ষকরা আজ শিক্ষাদেবার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।
কবিরা আজ কবিতা লেখার
নিয়েছে শপথ,
তাদের জন্য স্বাধীনতা।