কলকাতা নিউজঃ
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী প্রকল্প, পেট্রোল, ডিজেল, জ্বালানি গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, আজ বেলা তিনটার সময় তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা।
হাজরা মোড় থেকে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত ধর্মতলা সংযোগস্থলে, প্রায় তিনশো এর মতো তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা মিছিলে পা মেলান, এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন, তৃণমূল যুব কংগ্রেসের সায়নী ঘোষ, শ্রেয়া পান্ডে, এবং ছাত্র পরিষদের ত্রিবাঙ্কুর ভট্টাচার্য্য, স্নেহাশীষ, কাউন্সিলর রাজীব দাস এবং অন্যান্য সকল কর্মীবৃন্দ ও মহিলা নেতৃবৃন্দ, মঞ্চে বক্তৃতা দেওয়ার আগে মহাত্মা গান্ধীর পাদদেশে মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও সায়নী ঘোষ।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ,তারা বলেন ভোটের সময় ভোট চাই ,ভোট ফুরোলেই জিনিসের দাম হুহু করে বাড়িয়ে দেয়, গ্যাসের দাম বাড়িয়ে দেয়, এমনকি বিভিন্ন, পেট্রোল ডিজেল দাম যেভাবে হু করে বাড়ছে তাতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন সাধারণ মানুষ গ্যাস কিনতে গেলে চিন্তা করছেন।
এমনকি সরকারি ব্যাংক ও কোম্পানিগুলিকে বেসরকারি হাতে তুলে দেয়ার চেষ্টা করছে, গরিব মারার সরকারকে আর দরকার নাই, শুধু তাই নয় আগামীকালের বিধানসভার ভেতরের গন্ডগোল কেও তুলে ধরলেন, বলেন নিজেরা মারপিট করে তৃণমূলের উপরে দোষা চাপানোর চেষ্টা করেন।
রামপুরহাট এর ঘটনা তুলে ধরলেন এবং বললেন যতই কিছু করুক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গরিবের মন্ত্রী, তিনি সবার পাশে আছেন, এই রাজ্যে বিজেপির কোন ঠাই নাই, নরেন্দ্র মোদী, অমিত শাহ এর জায়গা নাই, তাই যতই যাই করুক, এরাজ্যে সাধারণ মানুষ বুঝতে পারছে, মোদী সরকার কি করছে, ।
রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়