সিলেট নিউজ ডেস্ক:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ১৮ জুলাই রোজ সোমবার দুপুর ০১ঃ৩০ মিনিটের সময় ট্রাফিক বিভাগের সাথে জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের বিশেষ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে তিনি সড়ক ও মহাসড়কের শৃঙ্খলা এবং যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ট্রাফিক বিভাগের সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহবান জানান। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন,জনাব আব্দুল্লাহ আল-মামুন,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক),অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হাফিজুল ইসলাম,সহকারী পুলিশ কমিশনারগণ সহ ট্রাফিক ইন্সপেক্টরবৃন্দ ও ট্রাফিক বিভাগের সকল অফিসার ও ফোর্স।
সিলেট নিউজ/এসডি.