স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে প্রথম রাউন্ড অফ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) ২৪ জুলাই রোজ রবিবার রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস,সচিব (পূর্ব),পররাষ্ট্র মন্ত্রণালয়,ঢাকা এবং রাষ্ট্রদূত মোই লেমোশিরা,মহাপরিচালক, দ্বিপাক্ষিক এবং রাজনৈতিক বিষয়,কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
উভয় পক্ষই চলমান সহযোগিতা পর্যালোচনা করেছে এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিতকরণের উপর আন্ডারলাইন করেছে। উভয় পক্ষ চুক্তি চাষ,বিমান যোগাযোগ, অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ,আইটি,স্বাস্থ্য, নীল অর্থনীতি,জলবায়ু পরিবর্তন,বাণিজ্য ও বিনিয়োগ এবং পর্যটন ক্ষেত্র সহ কৃষিতে সহযোগিতা শুরু করতে সম্মত হয়েছে।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব (সিনিয়র সেক্রেটারি) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং কেনিয়ার হেড অব ডেলিগেশন অ্যাম্বাসেডর মই লেমোশিরা বাংলাদেশ ও কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন সার্ভিস একাডেমি এবং রাজনৈতিক পরামর্শের মধ্যে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।