সুনামগঞ্জ তাহিরপুরঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে সকাল ৯ টায় স্কুলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৭১’ এর বীরমুক্তি যোদ্ধা বিল্লাল মিয়া। বিশেষ অতিথি বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল পাঠান, এতে সভাপতিত্ব করেন অত্রপ্রতিষ্ঠানের সভাপতি সোহেল আহমদ সাজু, সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আজাদ ও
সহকারি শিক্ষক সাবেরিন আহমদ মামুন, এতে আরও উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মুসলিমা বেগম, সহকারি শিক্ষক হালিমা খাতুন, সহকারি শিক্ষক লাভলী, সহকারি শিক্ষক কমলনী বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন এসএসসির সহ-সভাপতি শফিকুল ইসলাম তাহের, সম্মানিত অভিভাবক ইছুব আলী
ও শিক্ষার্থীবৃন্দ।