রাজু সিকদার,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আলেক মাস্টারের ছেলে সাবেক শিবির নেতা ও স্বাধীনতা বিরোধী
পরিবারের সন্তান গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে তাড়াইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ২৩ জানুুয়ারি সোমবার বিকেল ৪ টার দিকে তাড়াইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী,উপজেলা আ’লীগের উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুল হক, কার্যকরী পরিষদের সদস্য মিছবাহ উদ্দীন জুয়েল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা,
উপজেলা জাওয়ার ইউনিয়ন আ’লীগের সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাঈফ উদ্দিন কাজল ইদ্রিস,উপজেলা পেশাজীবি লীগের আহ্বায়ক সারোয়ার হোসেন আজিজসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদলিপি উপস্থাপন করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মো.আলাল উদ্দিন আলাল।তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা বিরোধী সংগঠন শান্তি কমিটির নেতা মরহুম আঃ মালেক ডাক্তারের একান্ত সহচর ও উপজেলা জামায়াত ইসলামের সাবেক আমীর হাবিবুর রহমান হাবিব এবং তালিকাভুক্ত রাজাকার মরহুম সিরাজুল ইসলামের আপন ভাই আলেক মাষ্টারের ছেলে সাবেক শিবির নেতা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় গত ২১ জানুুয়ারি উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে শিবিরের সাবেক নেতা গোলাম কবির ভূঁইয়া তারেই প্রতিবাদে আজ আমাদের এই সংবাদ সম্মেলন।
তিনি তার লিখিত বক্তব্যে আরো বলেন, যে আনন্দ মিছিলের কারণে এলাকায় বীর মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কুখ্যাত শিবির নেতার এই আনন্দ মিছিলটি কোনো অবস্থাতেই এলাকার সচেতন মানুষ মেনে নিতে পারছে না। তাই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের আকুল আবেদন মহান মুক্তিযুদ্ধের পবিত্রতাকে রক্ষা করার জন্য স্বাধীনতা বিরোধী ও ভূমিদস্যু ব্যারিস্টার কবিরকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।