জগন্নাথপুর প্রতিনিধি:
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’এ প্রতিপাদ্যে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার (৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র্যালী বাহির হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা অধদিপ্তরের প্রশিক্ষক মো. উনু মিয়া পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানা তদন্ত অসি সুশংকর পাল, উপজেলা শিক্ষা সুপারভাইজার অরুপ দাস, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ সহ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।
বক্তাগন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনে নারীদের এগিয়ে আশার আহবান জানান।