সিলেট নিউজ ডেস্ক :
রাজধানীতে বিএনপি জামাতের সহিংসতায় বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গোয়াইনঘাটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।রবিবার (৩০ জুলাই) দুপুর ২টায় এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি গোয়াইনঘাট উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষীণ করে উপজেলা কেন্দ্রীর শহীদ মিনারে এসে সমাবেশে যুক্ত হয়। গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আছলমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, যুগ্ম সম্পাদক সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম নিজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সাবেক ছাত্রনেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা তাঁতীলীগের সভাপতি দ্বীপক চক্রবর্তী নান্টু, সাবেক ছাত্রনেতা মারুফুল হাসান মারুফ, ইনসাদ হোসেন রাজীব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, যুগ্ম সম্পাদক শাকিল আহমদ, জুবের আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, লেঙ্গুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউনিয়নের আহবায়ক মোজাম্মেল হোসেন মেনন, মধ্য জাফলংয়ের আহবায়ক মাসুক আহমদ, সদর ইউনিয়নের আহবায়ক গোপাল কৃঞ্চ দে চন্দন, উপজেলা যুবলীগের সদস্য গোলাম করিম শামীম, সালেহ আহমদ, জিয়াউল ইসলাম চৌধুরী, মুজিবুর রহমান, জুবের আহমদ রুস্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ৷
সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্টিত করে বিশ্ব দরবারে আজ মাথা উচুঁ করে দাড়াবার শক্তি সঞ্চয় করেছেন এবং আগামীদিনে দেশকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত করার ঘোষনা দিয়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, তা বিএনপি জামাত শিবির মানতে না পেরে আবারও গাড়ি জ্বালিয়ে, পুড়িয়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ট করার পায়তারায় লিপ্ত হয়েছে।
কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সেই স্বপ্ন কখনও পূরণ হতে দেবেনা। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ মাঠ থেকেই জন্ম নিয়েছে এবং মাঠে খেলতেই বেশী পছন্দ করে। তাই আওয়ামী লীগের সাথে খেলতে আসার পূর্বে হিসাব নিকাশ করে আসবেন। বক্তারা উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনের যে কোন আন্দোলনে সকলের শতস্ফুর্ত ঊপস্থিতি কামনা করেন।