ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলায় মোটর সাইকেল চালকদের শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে পুলিশের পাশাপাশি কাজ করছে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার ( ৫ আগস্ট) সকাল ১১টায় দিকে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার সামনে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল মতিন এর আর্থিক সহযোগীতায় , মোটর সাইকেল হেলমেট বিহীন চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতগাঁও হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম, থানার অন্যান্য অফিসার বৃন্দ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ সভাপতি আব্দুল মতিন, সহ সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, প্রচার সম্পাদক মো: ইয়াছিন তালুকদার, সদস্য মো: রবিন, সহ আরও অনেকে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম বলেন-হেলমেট ছাড়া কেউ মোটর সাইকেল চালালে যেকোনো সময় বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনকী জীবনহানি হতে পারে। সে সাথে গুরুত্বরভাবে অঙ্গহানি হতে পারে। পুলিশের ভয়ে নয়, নিজের নিজে সুরক্ষা এবং পরিবারের নিকট নিরাপদে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করতে নির্দেশ দেন।
নিরাপদ সড়কচাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, আমরা শ্রীমঙ্গল উপজেলায় মোটর সাইকেল চালকদের শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে কাজ করে যাব।