আল-মামুন খান, তাড়াইল( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
তাড়াইল -করিমগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে ও করিমগঞ্জ বণিক সমিতির কার্যালয়ে “ভোটার সচেতনতা সক্রিয় নাগরিকত্ব প্রকল্প” স্থানীয় তরুণ ও যুব প্রতিনিধিদের সাথে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার রাসেল, কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী পলাশ কান্তি পাল, সাংবাদিক রবীন্দ্র সরকার, এতে আরও উপস্থিত ছিলেন তাড়াইল- করিমগঞ্জের সুজনের সম্মানিত সদস্যবৃন্দ সহ ইয়ুথ লিডারস বৃন্দ। অনুষ্ঠিত সভায় উপস্থিতি বৃন্দ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার রাসেল বলেন, ভোট প্রত্যেক নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার, এবিষয়ে প্রত্যেক নাগরিককে সচেতন থাকা আবশ্যক। পরিশেষে উপস্থিতি সকল সুজনের সদস্য ও ইয়ুথ লিডারসদের দীর্ঘ আয়ূ এবং সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়।