বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলের একটি মন্দিরে শুরু হয়েছে আগাম দুর্গা পূজা

ঝলক দত্ত / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজার ৬ দিন আগ থেকেই শুরু হয়েছে আগাম দুর্গা পূজা। সারাদেশের প্রতিটি পূজামণ্ডপে কারিগররা যখন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত, ঠিক সেই দেশের একমাত্র শ্রীমঙ্গলের ইছামতি চা-বাগানে শ্রী শ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমে নব দুর্গা মন্দিরে শুরু হয়ে গেছে আগাম দুর্গা পূজা।

রবিবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা-বাগানে শ্রী শ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমে নব দুর্গা মন্দিরে শুরু হয়ে গেছে দেবী দুর্গার নবশক্তির প্রথম রুপ শৈলিপুত্রী পূজা।
মঙ্গলচণ্ডির থলিতে পৌরাণিক নিয়ম অনুসারে দেবী দুর্গার নয়টি রূপে নয় দিনব্যাপী পূজার্চনা সমূহ হলো :
১৫ অক্টোবর : শ্রী শ্রী শৈলিপুত্রী মাতা দেবীর পূজা,
১৬ অক্টোবর : শ্রীশ্রী ব্রহ্মচারিণী মাতা দেবীর পূজা,
১৭ অক্টোবর : শ্রী শ্রী চন্দ্রঘন্টা মাতা দেবীর পূজা,
১৮ অক্টোবর : শ্রী শ্রী কুষ্মাণ্ডা মাতা দেবীর পূজা,
১৯ অক্টোবর : শ্রী শ্রী স্কন্ধমাতা দেবীর পূজা,
২০ অক্টোবর : শ্রী শ্রী কাত্যায়নী মাতা দেবীর পূজা,
২১ অক্টোবর : শ্রী শ্রী কালরাত্রি মাতা দেবীর পূজা,
২২ অক্টোবর : শ্রী শ্রী মহাগৌরী মাতা দেবীর পূজা,
২৩ অক্টোবর : শ্রী শ্রী সিদ্ধিদাত্রী মাতা দেবীর পূজা,
২৪ অক্টোবর : শ্রী শ্রী নির্মাল্যবাসিনী দেবী রূপে মা দুর্গার পূজা করা হবে।
ঢাকের আওয়াজে মোহিত হয় মন্দিরের চারপাশ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দেন ভক্তরা।

পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, এ দেবস্থলিটি শ্রীমঙ্গলের সর্বাধিক প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত। প্রায় ৫০০ বছর ধরে এখানে রয়েছে মঙ্গলচণ্ডি দেবীর থলি। মা দুর্গা যেভাবে স্বর্গরাজ্য জয় করেছিলেন, ঠিক সেভাবে পৃথিবীর সকল অশান্তি দূর করবেন- এমন আশা নিয়েই আমাদের এ পূজার আয়োজন ।

সাধারণ সম্পাদক শ্রী রাজন ভট্টাচার্য বলেন, এই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখতে আমরা বিগত ১৪ বছর এখানে দেবীর নবরুপে নবদূর্গা পূজা করে আসছি। তবে এর স্থায়ী রুপ দিতে সরকারসহ দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন