বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে একটি বসত ঘর থেকে শঙ্খিনী সাপ উদ্ধার

ঝলক দত্ত / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলের একটি বাড়ির বসত ঘর থেকে দুর্লভ প্রজাতির একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ ঘটিকায় শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দ শিক্ষক কল্যান দেবের বসত ঘর থেকে সাপটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।
ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব জানান, আমার বসত ঘরে একটি সাপ দেখে পরিবারের সবাই আতংকিত হয়ে পড়ে। সাথে সাথেই শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে ফোন দিয়ে জানাই।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা কল্যান দেবের বাসায় একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আমার কাছে ফোন আসায় আমি সাপটি উদ্ধার করি। পরে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করি।
তিনি বলেন, সাপটি হয়ত খাবারের সন্ধানে ওই বাড়িতে ঢুকে পড়েছিল। দুর্লভ প্রজাতির সাপ এটি।
সজল দেব আরও বলেন, শঙ্খিনী সাপের বৈজ্ঞানিক নাম বাংগারুস ফ্যাসিয়াটাস। সাপটির গায়ে কালোর মধ্যে হলুদ ডোরাকাটার কারণে সহজেই সাপটি চেনা যায়। সাধারণত মানুষ দেখলে সাপটি পালানোর চেষ্টা করে। মাথা ঝোপ বা মাটির মধ্যে লুকিয়ে রাখে। তখন সাপটির ভোঁতা লেজটিকে অনেকে মাথা ভেবে ভুল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন