সিলেট নিউজ ডেস্ক :
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্হার পক্ষ থেকে অদ্য দুপুর ২:ঘটিকার সময় সংস্থার অস্থায়ী কার্যলয় শাহপরান স্কুল কক্ষে ২৫ মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনীর গুলিতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে, আলোচনা সভায় সভাপতিত্বে করেন,সংস্থার সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব, সভা পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ (সানী) দোয়া ও মোনাজাত করেন সংস্থার সহ সভাপতি মৌলভী শহিদুল ইসলাম,
এতে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সদস্য মোঃ জুয়েল আহমেদ,কাওছার আহমেদ রুবেল,বক্ততারা আলোচনা সভায় বলেন রাতে আধাঁরে পাক হানাদার বাহিনীরা অতর্কিত হামলা করে কাপুরুষের পরিচয় দিয়েছে ।