শেরপুর প্রতিনিধি ঃ-
এইডিং হিউম্যানিটি টুগেদার ইউ এস এর উদ্বেগে ও সৈয়দ সামছুল ইসলামের তত্বাবধানে রমজানের উপহার মাদ্রাসার ছাত্রদের পাঞ্জাবী বিতরন করা হয়।
শনিবার ৩০শে মার্চ দুপুর মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের লামুয়া হাজী আব্দুল গফুর ইসলামী কমপ্লেক্স ও এতিমখানা এবং শেরপুর জামেয়াতুল আল ফালাহ দুইটিতে এতিম অশহায় বাচ্ছাদের পাঞ্জাবী প্রদান করা হয়।
বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহজ্ব আবু মিয়া চৌধুরী,গোরারাই ওয়েলফেয়ার এশোসিয়েশন সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,৬নং ওর্য়াড সদস্য জুনাইদ আহমেদ,আল ফালাহ মাদ্রাসার মুহতামিম মুফতী ওযীরুল ইসলাম,আব্দুল গফুর এতিমখানার সভাপতি জসিম উদ্দিন,সাংবাদিক রিপন আহমেদ,সৈয়দ মাজিদুল ইসলাম।