বিশেষ প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারি সুবিধা ভুগ করে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক আবার সরকারি সুবিধা ভুগ করেই কাজী হয়ে বেআইনি সুযোগ অবৈধভাবে গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এদের কেউ কেউ রাজনৈতিক দলের বড়ো নেতা। মিছিল সমাবেশ ও মিটিংয়ে সরকার বিরোধী বক্তব্যও দিয়ে যাচ্ছেন।
এদের মধ্যে বড়লেখা মুহাম্মদিয়া আলিয়া মাদ্রাসার প্রাথমিক বিভাগের শিক্ষক মাওলানা কাজি এনামুল হক একই সাথে সরকারি সুবিধা ভুগ করে রেজিস্ট্রার্ড কাজী। সরকারি সুবিধা অবৈধভাবে দুই দিকে গ্রহণ, যা নীতিমালা বিরোধীও বটে। সেই সাথে কাজী মাওলানা এনামুল হক একটি রাজনৈতিক দলের সভাপতি হন কিভাবে?
মিছিল মিটিং সহ নানা অপকর্মের সবিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কাজী মাওলানা এনামুল হক ইতোপূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের এক ব্যবসায়ী আজিজুর রহমানকে তার ভাই ভাতিজা ও সন্ত্রাসী দিয়ে হামলা করে হাত ভেঙে দীর্ঘদিন সিলেটে চিকিৎসা নিয়ে আপোষ মিমাংসা হয়। এছাড়াও বড়লেখা জামে মসজিদের ২য় তলায় সঙ্গে বিতর্কে জড়িয়ে ফয়জুর রহমান নামের একজনকে চড় থাপ্পড় মেরে লাঞ্চিত অপমানিত করেন। এলাকায় মসজিদের খতিব থাকতে জোর জবরদস্তি করেও পার পাননি। পরে প্রশাসনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।
এরকমই নানাবিধ অপকর্মের হোতা কাজী মাওলানা এনামুল হক এলাকার এক আতংকের নাম।
ভুক্তভুগী এলাকাবাসী এবং সচেতন মহল এসকল অবৈধ কর্মকান্ডে লিপ্ত কাজী এনামুল হকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এব্যাপারে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।