দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২কেজি গাঁজাসহ ১গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,, সোমবার (২১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুল হাসানের দিকনির্দেশনায় এসআই ফরিদের নেতৃত্বে একদল চৌকস টিমের অভিযানে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের নয়াবাজার পয়েন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ছাতক উপজেলার লক্ষিবাউর গ্রামের মৃত আসমান মিয়া পুত্র মোঃ সুজন মিয়া বয়স (৪০) কে ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজ করা হয়েছে।