জাকির হোসেন:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় বানারীপাড়া উত্তরপাড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
র্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, উপজেলা বাইতুল মাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আতিকুল ইসলাম, পৌর আমির কাওসার হোসাইন, পৌর সেক্রেটারি মোঃ ফয়জুল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আরিফুল ইসলাম সহ প্রমূখ।
মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলাহোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামায়াত ও শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।