সিলেট নিউজ ডেস্ক
আসসালামু আলাইকুম মোমেনদের সবসময় স্মরণ রাখা উচিত। আল্লাহ যাকে সম্মান দান করেন কেউ তাকে অসম্মানী করতে পারেন না।আর আল্লাহ যদি অসম্মানী করেন কোন অবস্থাতে সম্মানি হতে পারে না। পাক কুরআনে আল্লাহ প্রকাশ করেছেন ওয়াতো ইজ্জু মানতাসা ওয়াতো জিল্লু মানতাসা বিয়াদিকালখায়ের ইন্নাকা আলা কুল্লি সাইন কাদির।
মহান আল্লাহর রহমতে আমার মা-বাবার দোয়া ও আপনাদের দোয়ায় আজ আমি আনন্দে আপ্লুত ও গর্বিত। আমি কতটুকু সম্মানিত তার প্রত্যক্ষ প্রমাণ আপনাদের সম্মুখে এই ছবিটি তুলে ধরছি।আমার রক্তে জরা জুলাই ২০২৪ অধিকার বইটি রংপুর ভার্সিটিতে কেন্দ্রীয় পাঠাগারে স্থান পেয়েছে শহীদ আবু সাঈদ কর্নারে।আমি আল্লাহর কাছে হাজারো হাজার শুকরিয়া।
আমি আপনাদের দেশের সকল আবাল বৃদ্ধ জনতার কাছে দোয়াপ্রার্থী।