হাওরাঞ্চল প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের লাওড়া গ্রামের (কইরাল প্রাইমারি স্কুল সংলগ্ন বাড়ি) বাসিন্দা মোঃ আবু সালাম (পিতা মোঃ উম্বর মিয়া)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ও মদ ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আছেন।
অভিযোগে জানা যায়, তার কর্মকাণ্ডে এলাকার তরুণ সমাজ মাদকে জড়িয়ে পড়ছে এবং সামাজিক অস্থিরতা বাড়ছে। এ কারণে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলেন, “আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। এই ধরনের মাদক ব্যবসার কারণে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।”
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।