বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৫ সেপ্টেম্ভর বুধবার দুপুর ১২টায় ভার্ড এর সহায়তা Child Rights Week 2025 উদযাপন করা হয়।
Child Rights Week 2025 উদযাপন
একশন এইড বাংলাদেশ এর সহায়তায়, ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি ৪৩ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে Empower Children, End Child Marriage Safe Childhoods in a Digital World প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে র্র্যালী মানববন্ধন, বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহারের নেতিবাচক দিক সম্বলিত পোস্টার প্রদর্শন , বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন ও আলোচনার মাধ্যমে Child Rights Week 2025 উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া, ইউনিয়নের সকল পুরুষ ও নারী সদস্যবৃন্দ, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য, ইমাম, কাজি , স্পন্সর, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়থ, সার্কেল, নারী উন্নয়ন ফেডারেশন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট (দঃ) নারী উন্নয়ন ফেডারেশন সভাপতি আনোয়ারা বেগম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চাইল্ড ফোরাম ও সিজেজি সদস্য রুশি আক্তার ও আলামিন এ-সময় আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাইল্ড রাইটস উইক ২০২৫ উদযাপন। সার্বিক সহযোগিতায় ছিলেন ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।