রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে পড়ে থাকা বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

Coder Boss / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

তাহিরপুর প্রতিনিধিঃ ভারতে পড়ে থাকা বাংলাদেশের যুবক সাইদুর রহমানের (২২) লাশ সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র নিকট হস্থান্তর করেছে।,

মৃত্যুর প্রায় ৩৯ ঘন্টা পর মঙ্গলবার রাত ৯টায় বিএসএফ-বিজিবি’র নিকট লাশ হস্থান্তর করেন।’

নিহত সাইদুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমন্তবর্তী বড়গোপ টিলার হতদরিদ্র ঠেলাগাড়ি চালক হবি রহমানের ছেলে।’

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিজিবি ক্যাম্পের দায়িত্বশীদের উপস্থিতিতে তাহিরপুর থানা পুলিশের নিকট মঙ্গলবার রাতে সীমান্তের মেইল পিলার ১২০৩ এর এইট-এস সাব পিলারে শুন্য রেখায় নির্মাণাধীন সীমান্তহাটে ভারতের মেঘালয় ষ্টেইটের শিংল ১১-ব্যাটালিয়ন ঘোমাঘাট কোম্পানী হোডকোয়ার্টারের বিএসএফ’র দায়িত্বশীলরা উপস্থিত থেকে নলিকাটা থানা পুলিশ লাশ হস্থান্তর করেন।’

উল্লেখ্যঃ সোমবার ভোরে জাদুকাটা নদীতে শ্রমিকদের সঙ্গে কয়লা কুড়াতে যান সাইদুর। এরপর সকালে তার পরিবার জানতে পারেন সীমান্তের মেইন পিলার ১২০৩ হতে প্রায় ১ হতে দেড় কি.মি. ভারতের অভ্যন্তরে মেঘালয় রাজ্যের ঘোমাঘাট বিএসএসফ পোস্টের কাছে জাদুকাটা নদীর পূর্ব তীরে বালুচরে তার লাশ পড়ে রয়েছে।’

তবে কীভাবে সাইদুরের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি এবং বিএসএফের পোস্টের কাছেই কেনই বা লাশটি পড়ে রয়েছিল তাও স্পষ্ট নয়।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ২৮-বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সুনামগঞ্জের অধিনায়ক লে.কর্ণেল মো. তছলিম এহসান বলেন, বিজিবির উপস্থিতিতে সব আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশ রাতেই ওই যুবকের লাশ তার পরিবারের নিকট সমঝিয়ে দেয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন