আলীনূর রহমান,সিলেট বিশেষ প্রতিনিধি :
সিলেট সদর উপজেলা ৬নং টুকের বাজার ইউনিয়নে অবস্থিত অক্সফোর্ড মডেল স্কুলে আগামীকাল থেকে অনলাইনে পাঠদান শুরু হতে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজমল হোসেন স্যার ‘দৈনিক সিলেট নিউজ’ কে বলেন, দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় বন্ধ রয়েছে যার কারণে পড়ালেখা এবং স্কুলের সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আমরা সকলেই এটা খুব ভালোভাবে অনুভব করতে পারছি যে স্কুল বন্ধ থাকার কারণে তাদের পড়ালেখার যথেষ্ট ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা বাড়িতে পড়ালেখা করার জন্য যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেটা স্কুলের শিক্ষকদের কাছ থেকে পাচ্ছে না। তাই আমরা অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষকবৃন্দ একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছি । শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার লক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ০৪.০৭.২০২০ ইং শনিবার থেকে নিয়মিত বিভিন্ন শ্রেণীর বিষয়ভিত্তিক কিছু ভিডিও লেসন তৈরী শুরু করব যাতে করে শিক্ষার্থীরা বাসায় বসে এই লেসনগুলো আয়ত্ত করতে পারে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
সবশেষে এটাই বলব বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোমরা নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেবে। এবং বাসায় বসে এই ভিডিও লেসনগুলো আয়ত্ত করার চেষ্টা করবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদ আহমদ বলেন আমরা আমাদের স্কুলের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিও লেসন গুলো আপলোড করব যাতে শিক্ষার্থীরা সেই ভিডিও লেসনগুলো দেখে তাদের পড়ালেখাটাকে আরও গতিশীল করতে পারে। তিনি সকল শিক্ষার্থীদের বলেন তোমরা সবাই অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং নিয়মিত আমাদের কে ফলো করবে। আমাদের ফেইসবুক পেইজ হল www.facebook.com/oms.sylhet
এবং ইউটিউব চ্যানেল https://bit.ly/31I6Wt8