শিরোনাম
মনপুরা কলাতলী শাখা সিডিপিএস ভোলা জেলা চর উন্নয়ন বসতি প্রকল্প বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিন বিতরণ করা হয় বরগুনায জমি নিয়ে বিরোধের জন্য মামলার বাদির মামার উপরে হামলা বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ রমজানে এতেকাফের ফজিলত অসহায়-বিপদগ্রস্তদের পাশে ‘হাজীপুর সোসাইটি কুলাউড়া’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করছেন হবিগঞ্জের ‘শাওন’ কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক থানার দোলার বাজার জটি গ্রামের তুমুল সংঘর্ষ ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্হার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৭ রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পবিত্র ঈদ-উল আয্হার উপলক্ষে তরপদার জামাল”র ঈদের শুভেচ্ছা জানান-

Coder Boss / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

 

অলক দেঃনাঃ সিলেট প্রতিনিধি-

হবিগঞ্জ জেলা চুনারুঘাট”র কৃতি সন্তান,সাবেক ছাএ নেতা,
চুনারুঘাট সমিতি সিলেট”র আজীবন সম্মানিত সদস্য,
বাংলাদেশ ফেইসবুক ফ্রেন্ডস ক্লাব,সাংগঠনিক সম্পাদক,হবিগঞ্জ ফেইসবুক ফ্রেন্ডস ক্লাব সাধারণ সম্পাদক,
তাজুল এয়ার সার্ভিস “র ব্যবসায়ী পাটনার,তরুন সমাজ সেবক নিজ এলাকা তথা সিলেট সহ সামাজিক উন্নয়ন মূলক কাজে অগ্রনী ভূমিকা ও সমাজিক সহযোগিতা সেবা করে আসছেন,করোনাভাইরাস মহামারীতে দেশের ক্লান্তি লগ্নে সার্বিকভাবে প্রতিবেশী সহ অনেকদের সহযোগিতা করে আসছেন,তরপদার জামাল এক জন সামাজিক কর্মীবান্ধব লোক বটে,উনি জীবন চলার পথে একটি কথা বলেন,সব সময় সমাজের সর্বস্তরের মানুষদের পাশে থেকে ভালবাসা দিয়ে চলতে থাকবেন,উনি যেহেতু ব্যবসা করেন ব্যবসার মধ্যে অনেকদের সহযোগিতা করেন বলে বৃক্ত করেন,অনেক সময় অনেকের সহযোগিতা সহায়তা করে আসছেন মর্মে মনের ভাব প্রকাশ করেন,আগামীকাল হবে ঈদ-উল আয্হা এ উপলক্ষে উনি বলেন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সিলেটবাসী এবং দেশ-বিদেশের আত্মীয় স্বজন বন্ধু মহল-রা সহ নিজ জন্মস্থান অনেক অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদ-উল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন ,

আজ শনিবার (১আগষ্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন,আমরা ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদু-উল আয্হা উদযাপন করে থাকি।

এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে।
কিন্তু এবারের ঈদ পুরোপুরি ভিন্ন। স্বাস্থ্যবিধি মেনে সবাই-কে ঈদে-র জামাত আদায় করতে হবে। সরকারী নির্দেশনা মেনে নিয়ম অনুযায়ী আদায় করতে হবে- জামাত শেষে কারো সাথে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। অথবা আত্মীয় প্রতিবেশী স্বজনদের বাড়ী না যাওয়ায় উওম মনে করেন,

এসব থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান ও করোনা দুর্গত সময়ে দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অনেক সিলেটের অনেক ব্যক্তি,ব্যবসায়ী ও

আমাদের চুঃ সমিতির নেতৃবৃন্দ সহ উনি ও জনপ্রতিনিধিরা। গত কয়েক দিনে করোনাভাইরাসের কারণে সিলেটে ঘরবন্দি কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন ভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সংগঠনের সকল সদস্য ।সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবান ব্যক্তি ও এলাকার অনেকজন জনপ্রতিনিধি অসহায়দের পাশে দাড়ান,তাদের অনেক পরামর্শ সহ পারস্পরিক বিষয় নিয়ে মত প্রকাশ করেন,করোনা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা প্রদান অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার সকলদের নিয়ে এই মর্মে বিওবানদের অনুরোধ করেন তিনি।

তিনি আরো বলেন,পবিত্র ঈদুল ফিতর বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এ উৎসবে সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহা মিলন ঘঠায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী গরীব, উচু নিচু,নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে শান্তি ও সম্পৃতির চেতনা দান করে। এই পবিত্র দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রান ও সবার জীবনে আসুক সুখ,শান্তি, সমৃদ্ধি।
ভিরে নয় এবারের ঈদ হউক নিরে। পরিশেষে–
সকল-কে ঈদ-মোবারক জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন