শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে দশঘর ইউপি নির্বাচনে ৬৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

Coder Boss / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দিপনার কোন কমতি নেই। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩ পদে (চেয়ারম্যান-সংরক্ষিত আসন ও সাধারণ আসনের সদস্য) ৬৭ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম সারোয়ারের কাছে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরপূর্বে ওই ৩ পদে ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন।

১৪ হাজার ১১৮টি ভোটারের দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার লক্ষ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের পাশাপাশি মনোনয়নপত্র দাখিল করেছেন দু’দলের এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী। তবে জাতীয় পার্টির রয়েছে একক প্রার্থী। ইউনিয়নের মোট ভোটারের ৭ হাজার ২০৯ জন পুরুষ ও ৬ হাজার ৯০৯ জন হচ্ছেন মহিলা ভোটার। যাদের ভোটেই আগামী ২৯ অক্টোবর ৩ পদে (চেয়ারম্যান-সংরক্ষিত আসন ও সাধারণ আসনের সদস্য) নির্বাচিত হবেন নতুন জনপ্রতিনিধি।

চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ‘নৌকা’র কান্ডারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান মেম্বার, বিএনপির মনোনীত প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকের কর্ণদ্বার দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমাদ উদ্দিন খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ‘লাঙ্গল’ প্রতিকের কর্ণদ্বার দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল মন্নান, সতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সামছু মিয়া লয়লুছ, বিএনপির বিদ্রোহী প্রার্থী দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইউনিয়নের ৩টি সংরক্ষিত আসনের সদস্য (মহিলা মেম্বার) পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন শেষ দিনে সবাই নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ১নং সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন প্রার্থী, ২নং সংরক্ষিত ওয়ার্ডে ৫ জন প্রার্থী ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ আসনের সদস্য (পুরুষ মেম্বার) পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন শেষ দিনে ৪৯ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ১নং ওয়ার্ডে ৭ জন প্রার্থী, ২নং ওয়ার্ডে ৯ জন প্রার্থী, ৩নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী, ৪নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী, ৫নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী, ৬নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী, ৭নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী, ৮নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী, ৯নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর হবে বাছাই, ১২ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১৩ অক্টোবর হবে প্রতিক বরাদ্ধ ও ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্ধিতাকারী ৬৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ২৯ অক্টোবর শতভাগ সচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে সুষ্টভাবে ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সকলের সার্বিক সহযোগী কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন