সিলেট নিউজ ডেস্কঃ
পূবালী ব্যাংকের আর্মড গার্ডদের ২৪ ঘন্টা ডিউটি করতে বাধ্য করা ও ব্যাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সরকারি অাদেশ অমান্য করে কর্মচারীদের নির্যাতন এর অভিযোগ এর ভিত্তিতে তদন্ত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর (ডাইফ) তদন্তে পূবালী ব্যাংকের বিভিন্ন অপকর্মের কথা প্রকাশ হয়ে যায়। তারা এইসব অপকর্ম বাতিল করে শ্রমিক দের সকল আইনানুগ দাবি মেনে নেওয়া জন্য একাধিক বার আহবান করেছেন। কিন্তু পূবালী ব্যাংকের এমডি ও এইচ আর ডি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এদের বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে চলে। শেষে তারা পূবালী ব্যাংকের এমডি (ব্যাবস্থাপনা পরিচালক) এর নামে ফৌজদারী মামলার করতে বাধ্য হয়েছেন।
মামলায় নিদিষ্ট সময়ের মধ্যে হাজিরা না দেওয়ায়, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এর একজন কর্মকর্তা।