বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে অবমাননার প্রতিবাদে দিরাই-শাল্লা ইয়ুথ ফোরামের মানববন্ধন

Coder Boss / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

জুনেদ আহমেদ রাফিঃ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননা করার প্রতিবাদে দিরাই-শাল্লা ইয়ুথ ফোরাম সিলেটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দিরাই-শাল্লা ইয়ুথ ফোরাম সিলেটের সভাপতি মিজানুর রহমান পাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও লোকাল ভয়েস সিলেটের সভাপতি এটিএম বেলায়েত হোসেন মোহন।

এছাড়াও বক্তব্য রাখেন, ন্যাশনালিস্ট অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম সিলেটের সভাপতি কামরান হোসেন হেলাল, মাহবুব হাসনাত মনি, জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল, দিরাই-শাল্লা ইয়ুথ ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মিসবাহ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদে-মিলাদুন্নবী (সাঃ) এর এ আনন্দঘন দিনে আজ আমরা বিক্ষুব্ধ মন নিয়ে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমাদের প্রাণের নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্স সরকারের পৃষ্টপোষকতায় করা নোংরামীতে আজ আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা এর জোর প্রতিবাদ জানাই। সাথে সাথে লালমনির হাটে ঘটে যাওয়া নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ জানাই এবং শান্তির ধর্ম ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে সহিংসতা পরিহারের আহ্বান জানাই।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম, মহসিন আহমদ, মহসিন সর্দার, জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান মিলন, কামরুল হাসান, মোশারফ হোসেন, এস এম রুম্মান আহমদ, ন্যাশনালিস্ট অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক নির্ঝর রায়, রুমেল আহমদ সুমন, মকবুল হোসেন, আব্দুল্লাহ আল মেহেদী, সেবুল আহমদ, নয়ন, রিফাত, রাব্বী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন