সিলেট প্রতিনিধি – সিলেটের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দি। ভারতের মেঘালয় সীমান্তের তীরে গড়ে ওঠেছে এই পর্যটন কেন্দ্র টি। গত শুক্রবার সকালে ভারতের প্রবাহিত ঝর্ণা ও হঠাৎ বৃষ্টি কারণে বানের জলে ভেসে ধুমরে তছনছ হয়ে গেছে এই জলপরী ভাসমান রেষ্টুরেন্টটি। এই রেষ্টুরেন্টে পর্যটন ব্যবসায়ীদের অনেক ব্যবসার মালামালও ছিল, যা পানিতে তলিয়ে গেছে। স্হানীয় সূত্রে জানা যায় বিছনাকান্দি পর্যটন ব্যবসায়ীর সেক্ররেটারী ইমরান আহমদের ৪ লক্ষ টাকার থ্রী-পিছ, শাড়ী কাপড়, বিছনার চাদর ইত্যাদিও ছিল এই রেষ্টুরেন্টে। সবকিছু হারিয়ে ইমরান আহমদ এখন দিশে হারা। উনার আর পুঁজি নেই যে তিনি ব্যবসা করবেন৷ তিনি এ বলেন যেন সরকারি ভাবে যদি কিছুটা সাহায্য সহযোগিতা করেন তাহলে এই করোনা কালীন সময়ে উনার জীবনে বেঁচে থাকার পথটা সুগম হবে। তাছাড়া জলপরী রেষ্টুরেন্টের মালিক আনোয়ার হোসেন পুরো রেষ্টুরেন্টে বেহাল অবস্থায় তলিয়েছে