শেরপুর প্রতিনিধি :-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ফয়জুননেছা হাফিজিয়া মাদ্রাসা কমিটি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার(২৬ মার্চ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ আব্দুল মুহিতের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন স্থানীয় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ।
উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান হুজুর হাফিজ সিদ্দেক আহমেদ,শিক্ষক হাফিজ আল আমিন,হাফিজ ছয়ফুল আহমেদ,সাংবাদিক রিপন আহমেদ।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্তার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতীর শান্তি কামনা করে মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন প্রধান হুজুর হাফিজ সিদ্দেক আহমেদ।