আরব আমিরাত দুবাইঃ
পৃথিবীর সকল প্রাণীকুলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা অবধারিত সত্য, তথাপি প্রতিটি মৃত্যু’ই চরম বেদনার!
হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়ে আজ আমি অনেক মর্মাহত হয়েছি।
সংযুক্ত আরব আমিরাত- শারজাহ রোলা মল এ অবস্থানরত, বাংলাদেশী প্রবাসী আমাদের সকলের প্রিয়, আমার অনেক ভালবাসার শ্রদ্ধেয় বড় ভাই, জুয়েল রানা দুবাইতে সড়ক দুর্ঘটনায় আজ মৃত্যুবরণ করেছেন।
#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন।
তার জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তায়ালা যেনো তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন, “একই সাথে আমরা অনেকটা বছর একই মার্কেটে কাটিয়েছি” জুয়েল ভাই অনেক ভদ্র-নম্র ছিলেন। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন।
দল পাগল জাতীয়তাবাদী মনা ছিলেন। আজ তার মৃত্যুতে- তার পরিবারের ন্যায় আমরাও সমব্যথিত, তার রেখে যাওয়া পরিবার পরিজন নিকট-আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জুয়েল রানার স্থায়ী ঠিকানা (দেশের)
——————————————————–
নামঃ জুয়েল রানা
পিতাঃ জসিম উদ্দিন
গ্রামঃ খাদিজা ভাগ
পোঃ অমরপুর
থানাঃ চরফ্যাশন
জেলাঃ ভোলা
বাংলাদেশ!