Categories
সাক্ষাৎকার

বিশ্বে নিজেদের গৌরবোজ্জ্বল আত্মপরিচিতি তুলে ধরার লক্ষ্যে গঠিত ‘বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম’

মশিউর রহমান, টাংগাইলঃ

বিশ্বে নিজেদের গৌরবোজ্জল আত্মপরিচিতি তুলে ধরার লক্ষ্যে গঠিত ‘বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম’ এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্র প্রবাসী একজন প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশী- ক্লিনটন হাওলাদার পাভেল। স্বীয় দেশ কে মায়ের এবং নিজের মত ভালোবাসেন তিনি- ভালোবাসেন, দলমত নির্বিশেষে দেশের সব মানুষকে। তাঁর এই ভালোবাসা অকৃত্রিম বলে আমি মনে করি। কেননা, রক্তের দামে কেনা প্রিয় মাতৃভূমির স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু, বীর মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গণা মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগ আর বীরত্বগাঁথা কে দুনিয়ার বুকে তুলে ধরতে বিগত কয়েক বছর যাবৎ ক্লিনটন হাওলাদার পাভেল যে কাজ করে চলেছেন, তা সন্দেহাতীতভাবেই প্রশংসনীয়। সে লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রে তিনি গঠন করেছেন ‘বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম’। দেশের প্রতি তাঁর এই অকৃত্রিম ভালোবাসা আর দেশকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বুকে তুলে ধরার অদম্য চেষ্টাকে- আমার মত অনেক দেশপ্রেমিকরাই স্যালুট করেন। আমি মনে করি, বোধসম্পন্ন বাংলাদেশের (স্বদেশে-প্রবাসে থাকা) প্রতিটি মানুষেরই উচিত- রক্তের দামে কেনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথাসহ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গণা মুক্তিযোদ্ধাসহ জাতির পিতার অসামান্য অবদান কে দুনিয়ার বুকে তুলে ধরতে সক্রিয় ভূমিকা রেখে কৃতজ্ঞতা প্রকাশের সংস্কৃতি চালু করা। ক্লিনটন হাওলাদার পাভেল, ‘বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম’-এ যুক্ত করতে তিনি তাঁর মত দেশ ও বিশ্বের আরো কতিপয় সমমনাদের খুঁজছেন এবং এব্যাপারে আমার সাহায্য-সহযোগিতা চেয়েছেন- এ জন্য আমি যেমন অত্যন্ত আনন্দিন, তেমনই ধন্যবাদ জানাই তার মত প্রতিশ্রুতিশীল অরুণপাতের এই তরুণকে। আমি মনে করি, দেশকে যাঁরা নিজের মত ভালোবাসেন এবং জাতির পিতা বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গণা মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান যাঁরা বিশ্বের বুকে তুলে ধরতে চান- তাঁদের সমর্থনসহ সাহায্য-সহযোগিতা করা দলমত নির্বিশেষে প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকদের অবশ্যই উচিত এবং অপরিহার্য্য কর্তৃব্য। আমাদের দেশে বর্তমানে ক্ষমতায় যাওয়ার আর ক্ষমতা আঁকড়ে রাখার অদম্য স্পৃহা নিয়ে যে দুর্নীতি-দুর্বৃত্তপনার তথা হিংসার রাজনীতি চলছে- তা সুস্থ বিবেকবোধ সম্পন্ন কোন সচেতন নাগরিকদের কাম্য নয় বলে আমি দৃঢ়ভাবে মনে করি। তাই আসুন, যুক্তরাষ্ট্র প্রবাসী ক্লিন্টন হাওলাদার পাভেল এর মত আমরাও বাইরের দুনিয়ায় পজেটিভভাবে রক্তের দামে কেনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে আদর্শ রাষ্ট্র হিসেবে তুলে ধরতে সক্রিয় হই। মহান সৃষ্টিকর্তা ও পতিপালক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।আমিন।
কলমযোদ্ধা লিয়াকত আলী খান
(সাংবাদিক-কলামিস্ট ও পরিবর্তনের প্রবক্তা)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
‘জাগো বাংলাদেশ’
প্রতিষ্ঠাকাল ১০ জুলাই ১৯৮৯ এবং
সিলেট-১ নির্বাচনী এলাকার দুইবারের
সাবেক সংসদ সদস্য প্রার্থী-৯১-৯৬
ও সাবেক প্রধান সম্পাদক
জাতীয় দৈনিক পুনরুত্থান
বারিধারা, গুলশান, ঢাকা-১২১২.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *