শিরোনাম
জান্নাতে যেতে হজরত আলি রাদিয়াল্লাহু আনহুুর ৬ উপদেশ! যে কারণে তোষামোদ করতে নিষেধ করেছেন রাসূল সা: মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে মশাল মিছিল অনুষ্টিত শাহ সূফী আল্লামা শিঙ্গাইরকুড়ি ছাহেব (রহ.) এর ৪৩ তম ঈসালে সাওয়াব মাহফিল ১লা জানুয়ারি ২০২৪ মৌলভীবাজারের ৪টি আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩৩ জন দোয়ারাবাজারে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও উল্লাস দোয়ারাবাজারে তরুণদের টিভি উপহার দিলেন অ্যাডভোকেট কানন আলম আমার স্বরচিত কাব্য একক ও যৌথ ১০ টি বই প্রকাশিত হয়েছে ও পরকীয়া নিয়ে আল্লাহর সতর্কবার্তা বিয়ানীবাজারে সৈয়দ নবীব আলী কলেজের নবনির্বাচিত গভর্নিং বডিকে সংবর্ধনা প্রদান
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুকুর,বিড়ালদের বাঁচাতে আইনি পরামর্শ এবং করনীয়;-বখতিয়ার হামিদ।

SATYAJIT DAS / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

সত্যজিৎ দাস (স্টাফ রিপোর্টার):

১) যদি এলাকার কেউ এলাকার কুকুর/বিড়াল এর জন্য হুমকি সৃষ্টি করে- সেক্ষেত্রে তাকে উকিল নোটিশ পাঠান। উকিল নোটিশের সাথে হাইকোর্টের রীট এর কপি, “প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন ১৯২০” এর কপি,সহ কিছু পেপার কাটিং সংযুক্ত করুন। উকিল নোটিশের পরেও ঠিক না হলে নিকটস্থ থানায় জিডি করুন। পুলিশ জিডি নিবে যদি বুঝিয়ে বলতে পারেন।

২) যদি কেউ কুকুরকে/বিড়ালকে পেটায়-তাকে আইনের কথা বলুন,না শুনলে জিডি করুন। সুযোগ পেলে পেটানোর সময় তার ছবি তুলে নিন। আগে ছবি তুলুন,পরে কথা!

৩) যদি কেউ মেরে ফেলে,সবার আগে মরদেহের ছবি তুলুন। (ঘটনা আপনার সামনে না ঘটলে) যে মেরেছে তার নাম,ঠিকানা জোগাড় করুন। কিছু জবানবন্দীর ভিডিও নিয়ে নিন যারা ঘটনা দেখেছেন। এরপর মরদেহের কাছে নিজের বিশ্বস্ত কাউকে পাহারায় রেখে থানায় যান। এর মাঝেই ফেইসবুক পোস্ট দিয়ে সবাইকে জানান। যিনি মরদেহ পাহারা দিচ্ছেন,তিনি যেন কাউকে বুঝতে না দেন যে মরদেহের গুরুত্ব রয়েছে মামলায়। এরপর থানাকে কনভিন্স করবার পালা। সহজে হবে না হয়তো,কিন্তু নিজের ভাল লিঙ্ক থাকলে,তা ব্যবহার করুন। থানায় আইনের বিষয়টি বলুন। মামলা না নিলেও,প্রথমে জিডির কথা বলবে। তাদের বলুন আপনার সাথে গিয়ে মরদেহ বুঝে নিতে বা তদন্ত সম্পন্ন করতে। মরদেহ না পেলে তারা বিষয়টি হাল্কা করে ফেলবে। মরদেহ রাখতে হবে মাস্ট। দরকার হয় ফ্রিজিং করে প্যাকেট করে ২-৩ দিন রাখুন। এর মাঝে পোস্ট দেখে যদি সংগঠনগুলো একত্রিত হয়,তাহলে তো কথাই নেই। কিন্তু মরদেহ রাখতেই হবে।

৪) বাসার নিচে বা বাইরে কুকুরদের/বিড়ালদের দেখে রাখেন? বাড়িওয়ালা বা অন্যরা বাধা দিচ্ছে? – প্রথমেই কুকুরগুলোর (কুকুরের ক্ষেত্রে) ভ্যাক্সিন দেওয়ান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন একটি টোকেন দেয় ভ্যাক্সিনেটেড কুকুরকে,পারলে সেটি সংগ্রহ করুন। নইলে ভ্যাক্সিন দেবার পর চিকিৎসকের কার্ড। এরপর এগুলোর ফটোকপি সহ আপনার বিল্ডিং এসোসিয়েশন বা বাড়িওয়ালাকে কড়াভাবে চিঠি লিখুন (ভাল হয় উকিল নোটিশ দিলে)। সব সময় এসব চিঠির সাথে আইনের কপি,রীট এর কপি সংযুক্ত করুন।

মনে রাখবেন,কোনভাবেই কাঁচুমাচু হয়ে পুলিশের কাছে যাবেন না। আপনার আত্মবিশ্বাস এখানে অনেক বড় ভূমিকা রাখবে। আপনাকে অনেক ধরণের প্রশ্ন করা হবে,ক্লান্ত হবেন না। একটি প্রশ্ন আসবে,কুকুর/বিড়ালটি কি আপনার? আপনি তখন চিন্তায় পড়ে যাবেন। ঘাবড়াবেন না। কুকুরটি/বিড়ালটি রাষ্ট্রের আইন দ্বারা সুরক্ষিত,তা সে আপনার না হলেও। সেটাই বুঝিয়ে বলুন। ভুলেও রেগে যাবেন না। আপনি রেগে গেলে ভন্ডুল হবে সব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন