মৌলভীবাজার প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে,ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশি নগ্ন হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে হত্যা ও শতশত নেতা কর্মীর উপর নির্বিচারে গুলি করার প্রতিবাদে সোমবার ১লা আগষ্ট বিকেলে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক( সিলেট বিভাগ) স্বাগত কিশোর দাস চৌধুরী’র নেত্রীত্বে বিক্ষোভ মিছিলটি শহরে গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সাইফুর রহমান সড়কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, এম এ নিশাদ,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহমেদ আহাদ, সহ সভাপতি আবু বক্কর তালুকদার, সহ সভাপতি শহিদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান,সহ সাধারন সম্পাদক আফিয়ান আহমেদ শিপু,জসিম উদ্দিন, সদর উপজেলা সদস্য সচিব মামুনুর রশিদ,পৌর শাখার সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, কমলগঞ্জ উপজেলা সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব,মাহিন আহমেদ লিটু ।