ছাতক প্রতিনিধিঃ
বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ সাহাব উদ্দিন কে। গত ৬ সেপ্টেম্বর কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ তাকে কেন্দ্রিয় কমিটির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়কের ও দায়িত্বে রয়েছেন।
মোঃ শাহাব উদ্দিন ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পান্ডব গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পুত্র তিনি বর্তমানে ছাতক সিমেন্ট ফেক্টরীতে কর্মরত আছেন এবং রাজনীতিতে তিনি উপজেলা যুবলীগের সাথে জরিত আছেন।
মোঃ সাহাব উদ্দিন কে কেন্দ্রিয় কমিটির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় তিনি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মিজানুর রহমান মিজান ও সহসভাপতি জনাব আব্দুল্লা মিয়া এবং সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন আকন্দ কে ধন্যবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, আমাকে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছে, আমি সভাপতি জনাব মিজানুর রহমান মিজান ভাই ও সহসভাপতি জনাব আব্দুল্লা মিয়া ভাই এবং সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন আকন্দ ভাই সহ কেন্দ্রীয় কমিটির সকল নেত্রীবৃন্দ কে
আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।