প্রিন্সিপাল নুরুল হক স্যারের স্মরণে:
কবি মুকলেছ উদ্দিন——-
মদন উপজেলা নেত্রকোনা জেলায়
বালালী গ্রাম এই প্রত্যন্ত এলাকায়।
সেই গ্রামে মুসলিম এক সম্ভ্রান্ত পরিবারে
নুরুল হক নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করে।
সেই এলাকায় তখন তিনি অন্ধের জষ্টি
যেমন সাচ্ছা গুর আঁধারে লাগে মিষ্টি।
সেদিন অমাবশ্যায় জ্বেলে ছিলেন বাতি
ফিরে পেয়েছিল অন্ধজনে চোখের জ্যোতি।
তিনি ছড়িয়েছিলেন সুশিক্ষার আলো
টুটে ছিল সেদিন যত আধার কালো।
তার শিক্ষায় ছড়িয়ে ছিলেন সত্যের বাণী
চতুর্দিকে আজও বাজে সেই সুর ধ্বনি।
তিনি যখন করিতেন শিক্ষা পাঠ দান
আদরও করিতেন তিনি মা-বাবার সমান।
পড়ার ফাঁকে করিতেন পরামর্শদান
সদায় শিক্ষা দিতে নৈতিক উন্নয়নের মান।
বলিতেন সত্যের সেনাপতি তোমরা জিহাদী সেনা
অন্যায় প্রতিরোধে কভু পিছু হটবে না।
স্যারের সেই সেদিনের দাপট হুংকার
যখনই মনে হয় হৃদয়ে বাজে ঝংকার।
৫০ বছর পর আজো যখনই মনে পড়ে
কেন জানিনা মোর দুচোখে পানি ঝরে।
শুধু শিক্ষকই ছিলেন না ছাত্র-ছাত্রী আমার
তিনি ছিলেন সেই যুগের এক অবতার।
চলে গেছেন তিনি পেয়েছি যখন খবরটা।
থমকে দাঁড়ালো যেন আমার পৃথিবীটা।
যেন আধারে গিরে ফেলিল রবি
নীরবে কাঁদে যত লেখক কবি।
কি লিখবো খাতায় তার কি যে গুন গান
যেদিকে তাকাই দেখি তার স্মৃতি অবদান।
আসিতে পারিনি আমি শেষ বিদায় বেলায়
ওগো শিক্ষা গুরু ক্ষমা করিও আমায়।
দোয়া করি সবে মিলে প্রভুর দরবারে
ক্ষমা যেন করে তোমায় শেষ বিচার।
প্রয়োজনে ০১৭২৩৪৫৫৯১৮।
অনুরোধ রইলো সবাই কবিতাটা শেয়ার করবেন।