শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কবিতা-শান্তি দিলনা ঘড়ে-

কবি মুকলেছ উদ্দিন / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

কবিতা— 

শান্তি দিলনা ঘড়েঃ

কলমে কবি মুকলেছ উদ্দিন—

ওগো প্রভু কি পাপ করেছিলাম তোমার দরবারে
আমি তো আসতে চাইনি তুমি পাঠাইলে মরে।

তোমার তো অবশ্যই জানা ছিল ভবিষ্যতের কথা
জেনে শুনে কেন দিলে আমায় এত ব্যাথা।

আসিলাম যবে সবার ছিল আনন্দ খুশি
যখনই কেঁদেছিলাম কোলে নিত অনেকে আসি।

শিশুকাল কেটে যখন যৌবন আসিল আমার
অভাবের সংসার যেদিকে তাকাই দেখি অন্ধকার।

দেশের বাড়িতে করিতে কাজ খুঁজেছি কতবার
এবার এলাম বিদেশ বাড়িতে করিতে রোজগার।

খুশিতে নাচে বাড়িতে যত ভাই বোন আমার
পুত্র শোকে কেঁদে মরে মা বাবা আমার।

স্ত্রী আমার ভিডিও কল দেয় বারবার
বাবার অসুখ মায়ের কিস্তি টাকার দরকার।

তাঁর ভাই বোনের লেখাপড়া্ টাকার প্রয়োজন
আমার শারীরিক খবর সে নিলনা কখন।

ভিসাতে লিখা ছিল কাজ আমার ইলেকট্রিশিয়ান
এখন জঙ্গল সাপ করি আমি কলাবাগান।

সাপ বিচ্ছুর ভয়ে আতঙ্ক থাকি সর্বদায়
কখন জানি আজরাইলে প্রাণটা নিয়ে পালায়।

দুঃখ শুধু আমার মা-বাবার অন্তরে
ফোন দিয়েই কথা বলে ক্রন্দনের সুরে।

প্রথমেই বলে খেয়েছ? কি দিয়ে খেলে
বলিতে বলিতে শুনি চোখের জল ফেলে

এমনি প্রবাসীরা কত যে কষ্ট করে
বাড়িত এলে বউয়ে শান্তি দিলনা ঘরে।

কবিতার শিরোনাম শান্তি দিলনা ঘড়ে। কলমে কবি মুকলেছ উদ্দিন তারিখ ০৯/১২/২০২২ই ওগো প্রভু কি পাপ করেছিলাম তোমার দরবারে আমি তো আসতে চাইনি তুমি পাঠাইলে মরে। তোমার তো অবশ্যই জানা ছিল ভবিষ্যতের কথা জেনে শুনে কেন দিলে আমায় এত ব্যাথা। আসিলাম যবে সবার ছিল আনন্দ খুশি যখনই কেঁদেছিলাম কোলে নিত অনেকে আসি। শিশুকাল কেটে যখন যৌবন আসিল আমার অভাবের সংসার যেদিকে তাকাই দেখি অন্ধকার। দেশের বাড়িতে করিতে কাজ খুঁজেছি কতবার এবার এলাম বিদেশ বাড়িতে করিতে রোজগার। খুশিতে নাচে বাড়িতে যত ভাই বোন আমার পুত্র শোকে কেঁদে মরে মা বাবা আমার। স্ত্রী আমার ভিডিও কল দেয় বারবার বাবার অসুখ মায়ের কিস্তি টাকার দরকার। তাঁর ভাই বোনের লেখাপড়া্ টাকার প্রয়োজন আমার শারীরিক খবর সে নিলনা কখন। ভিসাতে লিখা ছিল কাজ আমার ইলেকট্রিশিয়ান এখন জঙ্গল সাপ করি আমি কলাবাগান। সাপ বিচ্ছুর ভয়ে আতঙ্ক থাকি সর্বদায় কখন জানি আজরাইলে প্রাণটা নিয়ে পালায়। দুঃখ শুধু আমার মা-বাবার অন্তরে ফোন দিয়েই কথা বলে ক্রন্দনের সুরে। প্রথমেই বলে খেয়েছ? কি দিয়ে খেলে বলিতে বলিতে শুনি চোখের জল ফেলে এমনি প্রবাসীরা কত যে কষ্ট করে বাড়িত এলে বউয়ে শান্তি দিলনা ঘরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন