স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১০) ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে বাবুল মহিষ্য দাস (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
সোমবার (৯ জানুয়ারী) রাতে কিশোরীকে পিতা শশাংক মাহিষ্য দাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বাবুল দাস গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায় গত ৭ জানুয়ারী শনিবার রাতে কিশোরী প্রতিবন্ধী কে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। গ্রেফতার বাবুল দাস পৌর এলাকায় ৬নং ওয়ার্ডের মন্দির বাড়ির গ্রামের মৃত সুধির দাসের ছেলে, তিনি পেশায় ব্যবসায়ী।
ভুক্তভোগীর মা বলেন, আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমি ঘরে চিলাম না, পাশের ঘরে গিয়েছিলাম।
জিজ্ঞাসা করলে সে জানায় পাশের বাসার বাবুল দাস ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে। এরপর রাতে জগন্নাথপুর থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ করি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার পর অভিযান চালিয়ে বাবুল দাস কে গ্রেফতার করে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে। একই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।